আজঃ বৃহস্পতিবার ২৬-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় ১৫০০ শিশুর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২০ Oct ২০২৩
  • / পঠিত : ১৭৫ বার

ইসরায়েলি হামলায় গাজায় ১৫০০ শিশুর মৃত্যু

: ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ১৩ দিনে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫২৫ শিশু।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে তারা বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই হলো ১ হাজার ৫২৫ জন। এছাড়া তাদের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজারেরও বেশি নারী।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, আজ বৃহস্পতিবারও গাজা ও অধিকৃত পশ্চিম তীরে উল্লেখ সংখ্যক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে মিসর সীমান্তবর্তী রাফায় ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন পরিবারের ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে। তাদের আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলি বিমানবাহিনী রাফাহর আল-মাসরি টাওয়ারের উপরে বোমা ছুড়েছে।

অপরদিকে খান ইউনিসে বোমা হামলায় অন্তত ১ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

ইসরায়েল এমন সময় রাফাহতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যখন সেখানে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ত্রাণবাহী শত শত ট্রাক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জানান, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী, রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে শুক্রবার ২০টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করবে।

গত ৮ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। তারা গাজায় খাদ্য, পানি, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সরবরাহ বন্ধ করে দেয়। আর সরবরাহ বন্ধ করায় এখন মানবিক বিপর্যয়ের শঙ্কায় পড়েছেন সেখানকার মানুষ।

সূত্র: দ্য নিউ আরব

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba