আজঃ বৃহস্পতিবার ২৬-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সোনাগাজীতে ৬ জেলের কারাদণ্ড

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৩ Oct ২০২৩
  • / পঠিত : ২১০ বার

সোনাগাজীতে ৬ জেলের কারাদণ্ড

: ফেনীর সোনাগাজীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৬ জেলেকে ১২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর এলাকার শাহাব উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির আহমেদ (২৬), সামসুদ্দিনের ছেলে রাসেল উল্লাহ (২০), আব্দুস সাত্তারের ছেলে মো. তারেক (১৯), আব্দুল মোনাফের ছেলে আব্দুর রব (২৬), মো. হানিফের ছেলে সাইফুল ইসলাম (২৫)। 

প্রত্যেককে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফেনী নদীতে মৎস্য আহরণ করায় ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর রাত ১২টা থেকে ২২ দিনের জন্য ইলিশের প্রধান প্রধান বিচরণ ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের মাছ ধরা। এ নিষেধাজ্ঞা থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এসময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকলেও ওই নিষেধাজ্ঞা অমান্য করে ফেনী নদীর মোহনায় জাল দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। গত শনিবার রাতে পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান পুলিশের সহায়তায় নদীতে টহল দেওয়ার সময় ৬ জেলেকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক উপজেলা সহকারী কমিশার (ভূমি) এস এম অনীক চৌধুরী ৬ জেলেকে ১২দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

এ বিষয়ে সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলের কাছে পাওয়া ১৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় একটি নৌকা জব্দ করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba