আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দস্যুতা প্রতিরোধে ১৫ দেশের নৌসদস্যদের পদ্মা সেতু ভ্রমণ

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৮ Oct ২০২৩
  • / পঠিত : ১৯৮ বার

দস্যুতা প্রতিরোধে ১৫ দেশের নৌসদস্যদের পদ্মা সেতু ভ্রমণ

ডেস্ক: নৌ দস্যুতারোধে ২১টি দেশের সমন্বয়ে গঠিত রিক্যাব এর সদস্যরা পদ্মা নদী ও পদ্মা সেতু এলাকা ভ্রমণ করেছেন। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশসহ সংগঠনের ১৫টি দেশের সদস্যরা এই ভ্রমণে অংশগ্রহণ করেন।

ক্যাপসিটি বিল্ডিং ওয়ার্কশপে অংশ নিতে গত ২৪ অক্টোবর থেকে এই সংগঠনের সদস্যা বাংলাদেশে রয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) তারা পদ্মা নদী ভ্রমণে বের হয়েছেন। ভ্রমণ ছাড়াও নদীতে কিভাবে নৌদস্যুতা রক্ষা করা যায় তা নিয়েও কাজ করবে বিশ্বের ২১ দেশের সমন্বয়ে গঠিত সংগঠন রিক্যাব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং গভর্নর ও ভাইস চেয়ারপারসন রিক্যাব দেলোয়ারা বেগম, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও রিক্যাবের বাংলাদেশের ফোকাল পয়েন্ট কমোডর মো. মাকসুদ আম, নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারসহ নৌ পরিবহন অধিদপ্তরের ঊর্ধতন কর্মকতা বৃন্দ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba