আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নারায়ণগঞ্জে যুবককে হত্যায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০২ Nov ২০২৩
  • / পঠিত : ২২৩ বার

নারায়ণগঞ্জে যুবককে হত্যায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় স্বামী শহীদ মিয়া ও স্ত্রী জোসনা বানুকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজার উপজেলার ইলুমদী কান্দাপাড়া এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিমের ছেলে শহীদ মিয়া (৫০) ও তার স্ত্রী জোসনা বানু (৪০)। জোসনা বানুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং শহীদ মিয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মোল্লা রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি মজিবুর রহমান নামের এক যুবক আড়াইহাজারের ইলুমদী কান্দা এলাকায় চা পান করতে গিয়ে নিখোঁজ হন। ১১ ফেব্রুয়ারি ইলুমদী কান্দাপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। ওই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba