আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে বাস পোড়ানো মামলায় আসামি ৩৫ জন,আটক ৪

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৫ Nov ২০২৩
  • / পঠিত : ২০৩ বার

যশোরে বাস পোড়ানো মামলায় আসামি ৩৫ জন,আটক ৪

যশোরে বাস পোড়ানো মামলায় বিএনপির খুলনা বিভাগীয়
সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলো এ ঘটনায় আটক হয়েছে ৪ জন। আসামিরা হলো শহরের
আর এন রোড নলডাঙ্গা রোডের রাশেদ (৩৮) একই এলাকার মামুনুর রহমান বাবু (৩৫) আলী আকবর মিঠু (৩৭) সদরের আড়পাড়া গ্রামের আমিনুর
রহমান (৫০) শহরের খড়কি আব্দুল করিম সড়কের দেলায়ার হোসেন খোকন (৫৫) শহরের কারবালার মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদরের ভেকুটিয়া
গ্রামের কাজি আজম (৫৫)চান্দুটিয়া দক্ষিন পাড়ার শফিয়ার রহমান (৫২)
খড়কির শাহ আব্দুল করিম সড়কের এম তমাল আহমেদ (৪৫) সদরের বালিয়াডাঙ্গার নাজমুল হোসেন বাবুল (৪৩) শহরের আর এন রোডের
সাজিদুর রহমান সাগর (৩৫) শহরের ষষ্ঠীতলার কামরুজ্জামান বাপ্পি,

উপশহর ইউপির সাবেক চেয়ারম্যান  কাজি আজগর
আলী (৫৫) বাগআচড়ার আব্দুল কুদ্দুস বিশ^াস (৫৫) শার্শার দক্ষিন বুরুজ বাগানের আবুল হাসান জহির (৫৫) শহরের কারবালার আলী হায়দার রানা (৬৮) উপশহর ১ নং সেক্টরের যমোর কলেজের উপাধ্যক্ষ মকবুল হোসেন
(৬১)শহরের বেজপাড়ার শাহাবুদ্দিন (৫৭) রাজার হাটের হাসান আলী (৫৪)

ঘোপ জেলরোডের রবিউল ইসলাম (৫৬) পূর্বারান্দিপাড়ার আমির ফয়সাল (৬৭) সদরের নুরপুর গ্রামের তানভির রায়হান তুহিন (৩৫) লেবুতলা গ্রামের আবুল কালাম আজাদ (৪৫) চুড়ামনকাঠির সাইফুল ইসলাম (৪৫) লেবুতলার সালাহ উদ্দিন আলী (৪৭) শেখহাটির আব্দুর রাজ্জাক (৫৫) হামিদপুরের শফিকুল ইসলাম (৫০) নরেন্দ্রপুরের জি এম সামাদ (৫১) সদরের হাতিপোতা গ্রামের পারভেজ হোসেন (৩৮) মুড়লির রাজু আহমেদ (৪১)

রুপদিয়ার মনিরুল ইসলাম পলাশ (৪৩) ও নুরপুরের পিকুল আহমেদ (৩০)। এ ছাড়া অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করা হয়। এদের মধ্যে রাশেদ,
মামুনুর, আলী আকবর মিঠু ও আমিনুর রহমানকে শুক্রবার রাতে আটক করা হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার রাতে বিএনপি জামায়াতের ডাকা
অবরোধের দ্বিতীয় দিনে শহরের মনিহার বাসস্ট্যান্ডে বিআরটিসির

একটি বাসে বিএনপির নেতাকর্মীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাসে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ধরিয়ে দেয়ার ঘটনা আগে বিআরটিসির বাসটি বৃহস্পতিবার সন্ধ্যায়
মনিহার স্ট্যান্ডে এসে দাড়ায়। শুক্রবার সকালে বাসটি ভোলা চরফ্যাসানে যাবার কথা। এ জন্য শ্রমিকরা বাসে মোটর সাইকেল পার্টস উঠায়।শ্রমিকরা মাল তুলে কিছুদুর যাওয়ার পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাসসহ মোটর পার্টস পুড়ে যায়। এঘটনায় শুক্রবার (৩ নভেম্বর) রাতে
কোতয়ালি থানার এস আই জয়ন্ত কুমার সরকার বাদি হয়ে বিএনপির ৩৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba