আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৫০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা প্রার্থীর বিজয়

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৬ Nov ২০২৩
  • / পঠিত : ১৯৮ বার

৫০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা প্রার্থীর বিজয়

ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

রোববার (৫ নভেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। এতে অধ্যক্ষ সাজুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে অধ্যক্ষ সাজু পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলারছড়ি প্রতীকের জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট। ২৮ হাজার ৭৫৭ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন অধ্যক্ষ সাজু। এর আগে ৫০ বছর আসনটিতে জয় পায়নি আওয়ামী লীগ। আর ভোটের লড়াইয়ে নৌকা প্রতীক ছিল না ২২ বছর।

আজ (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। একাদশ সংসদের মেয়াদকালে দুটি উপনির্বাচনসহ ৩টি নির্বাচন হয় এখানে।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পান বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করলে ১ ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের সমর্থনে আবারও জয়ী হন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে আবারও উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ ৫ জন প্রার্থী অংশ নেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের এমপি জিয়াউল হক মৃধা। তবে ভোটের শুরু থেকে লড়াই নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কলারছড়ি প্রতীকে হবে বলে আওয়াজ ওঠে।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba