আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ছাত্রদলের নামে চাঁদা তুলতে গিয়ে ৩ যুবক আটক

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৬ Sep ২০২৪
  • / পঠিত : ৩২ বার

ছাত্রদলের নামে চাঁদা তুলতে গিয়ে ৩ যুবক আটক

: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙিয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে তিন যুবক আটক হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতারা। পরে তাদের পুলিশে দেওয়া হয়।

আটকরা হলেন- ঘোষপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোলেমান হোসেন (৬২), কলেজপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (২৭) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।

জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠি দিয়ে বিভিন্ন স্থানে চাঁদা তুলছেন। খবরটি শোনামাত্র ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা তাদের খোঁজা শুরু করেন। পরবর্তীতে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগ কর্মী।

সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, চাঁদা নেওয়ার অভিযোগে তিনজনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba