আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

গাজীপুর জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৫ Nov ২০২৩
  • / পঠিত : ২১৪ বার

গাজীপুর জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন

: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫৯ ভবন একযোগে উদ্বোধন করেছেন। এর মধ্যে গাজীপুর জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- কাপাসিয়া উপজেলার কাপাসিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জে. পি. ডি. এস আইডিয়াল উচ্চ বিদ্যালয়, বিবাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বেগুনহাটি ফাজিল মাদ্রাসা, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়, আড়ালিয়া কেরামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা এবং কালিয়াকৈর উপজেলার সাতকুড়া সূফীনগর দাখিল মাদ্রাসা, কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। 

গাজীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসিফুর রহমান জানান, এসব প্রতিষ্ঠানের সর্বমোট দরপত্র মূল্য ২৬ কোটি ৪ লক্ষ ২ হাজার টাকা প্রায়। যেখানে শিক্ষার্থীরা আধুনিক উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে।

গাজীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসিফুর রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba