আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ট্রেনের নিচে আত্মহত্যা করতে গিয়ে হাত হারালেন নারী

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৫ Nov ২০২৩
  • / পঠিত : ১৮৬ বার

ট্রেনের নিচে আত্মহত্যা করতে গিয়ে হাত হারালেন নারী

: ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমরাইলকান্দি এলাকায় ট্রেনের চাকায় কাটা পড়ে ডান হাত হারিয়েছেন শেফালী বেগম (৩৫) নামে এক নারী। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। আহত শেফালী ‍পুলিশকে জানান, তিনি আত্মহত্যার উদ্দেশে ট্রেনের সামনে ঝাঁপ দেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শেফালী বেগম সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী। 

পুলিশও স্থানীয়রা জানায়, রেললাইনে শেফালী বেগমের ডান হাত কাটা পড়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

শেফালীর স্বামী সালাউদ্দিন জানান, শেফালী বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কিছুদিন যাবত শুধু আত্মহত্যার কথা বলতেন। তবে কী কারণে এসব বলতেন তা জানাতেন না। আজ ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে আসেন তিনি।

এরপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

তিনি আরো জানান, তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। পরিবারে কোনো সমস্যা ছিল না। কিন্তু শেফালী কেন এমন করতে গেলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাতেম আলী ভূইয়া জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন শিমরাইলকান্দি এলাকা পার হওয়ার সময় শেফালী বেগম কাটা পড়েন।

ওই নারীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি মাথায় মারাত্মক আঘাত লেগেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার নাজমুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba