আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ২

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৪ Nov ২০২৩
  • / পঠিত : ২৩১ বার

রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ২

ডেস্ক: রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ সদস্য মো. জাহিদুল ও শামীম হায়দার।

এয়ারপোর্ট থানার ওসি এমরান হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাতে বায়া বাজার সংলগ্ন মাছের আড়তের নিকটে এয়ারপোর্ট থানার টহল পুলিশের গাড়িকে লক্ষ্য করে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেলটি বিস্ফোরণ হয়। নিক্ষেপের পরপরই তারা পার্শ্ববর্তী ফাঁকা বরই বাগানের দিকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণে এয়ারপোর্ট থানার ডিউটিরত দু’জন পুলিশ সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। পরবর্তীতে তাদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba