আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা দুলুসহ আটক ৩

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৯ Nov ২০২৩
  • / পঠিত : ২০৪ বার

চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা দুলুসহ আটক ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় সুমন সাহা (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।


সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযান চালিয়ে পুলিশ নগরের এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মফিজুল ইসলাম দুলু এবং তার সহযোগীসহ মোট ৩ জনকে আটক করেছে।


পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী সুমন সাহা নিজে মাদক ব্যবসায়ী ছিলেন। আটক সাবেক ছাত্রলীগ নেতাও এসব কাজে জড়িত ছিলেন। এ সংক্রান্ত কোনো দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বলেন, রিয়াজউদ্দিন বাজারের আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় কয়েকটি ব্যাচেলর বাসা রয়েছে। সেখানের একটিতে সুমনকে বেধড়ক পেটায় অভিযুক্তরা। এতে গুরুতর আহত হলে সুমনের স্বজনকে খবর দেওয়া হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। 


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba