আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দৃষ্টিসীমা ৪০ মিটারের নিচে নামলেই যমুনা সেতুতে গাড়ি চলাচল বন্ধ

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১২ Dec ২০২৩
  • / পঠিত : ২০৮ বার

দৃষ্টিসীমা ৪০ মিটারের নিচে নামলেই যমুনা সেতুতে গাড়ি চলাচল বন্ধ

: টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে সম্প্রতি আবহাওয়া পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। অতিরিক্ত ঘনকুয়াশা আর দুর্ঘটনারোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০ মিটারের নিচে নামলেই সেতুতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে। 

অন্যদিকে দুর্ঘটনা রোধে টোল বুথ থেকে সর্তকীকরণ গণ-বিজ্ঞপ্তির লিফলেট বিতরণ করাসহ মাইকিং করছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। 

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী সকল যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘনকুয়াশায় সেতু এলাকায় যে কোন দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম প্রদর্শন করার সাথে সাথে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘন কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ওভারটেক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে সকল সকল যানবাহনের মালিক-চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। 

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উভয় এলাকায় ও সেতু ওপর যাতে কোনো ধরণের দুর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে আবহাওয়া পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। এছাড়া চালকদের মাঝে টোল বুথ থেকে সর্তকীকরণ লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া দৃষ্টিসীমা ৪০ মিটারের নিচে হলে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এতে দুর্ঘটনা হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba