আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১২ Dec ২০২৩
  • / পঠিত : ২০৭ বার

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

ডেস্ক : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মনিরুল ইসলাম (৫২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

মনিরুল রাজশাহীর কাকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ জানান, বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ৭ নভেম্বর থেকে মনিরুল ইসলাম কারাগারে ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ গণমাধ্যমকে জানান, মনিরুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছেন। পরবর্তীতে ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়াগুলো পুলিশ দেখছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা দাবি করেন, এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে শুনেছি মনিরুল অসুস্থ ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba