আজঃ বুধবার ০৪-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

টেকনাফে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৫ Dec ২০২৩
  • / পঠিত : ২১২ বার

টেকনাফে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

: কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. সোহেল নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত হলেন- টেকনাফ উপজেলার মইন্যার জুম এলাকার সৈয়দ আলমের ছেলে।

রবিবার ভোরে হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনারপাড়া সাকিনের ৬নং ওয়ার্ডস্থ জনৈক আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারা থেকে তাকে করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টেকনাফ থানার একটি টিম 
সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌঁছলে ১০/১১ জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে এক ডাকাতকে গ্রেফতার করে। 

ওসি আরও বলেন, অপরাপর ডাকাতরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ডাকাত মো. সোহেলের দেহ তল্লাশী করে তার নিজ হাতে বের করে দেওয়া ১টি এলজি, ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি), উভয় পাশ ধারালো ১টি চাকু,১ টি দা, ২টি লোহার রড জব্দ করে পুলিশ। ধৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদে সে পলাতক ডাকাতদের নাম-ঠিকানা প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba