আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রামে ইতালিয়ান নারী আলোকচিত্রীর ব্যাগ ছিনতাই

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৩ Jan ২০২৪
  • / পঠিত : ১৮২ বার

চট্টগ্রামে ইতালিয়ান নারী আলোকচিত্রীর ব্যাগ ছিনতাই

চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন ক্রিস্টিনা জাম্মা নামের এক ইতালিয়ান নারী আলোকচিত্রী।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে কাজীর দেউরি আসকার দীঘি পাড়ের কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জোবায়ের আহমেদ বলেন, ‘অফিস শেষে রাত সাড়ে দশটার দিকে কর্ণফুলী টাওয়ারের নিচে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলাম। এসময় কর্ণফুলী টাওয়ারের সামনে দিয়ে দুই বাংলাদেশি ও এক বিদেশি নারী হেঁটে যাচ্ছিলেন। তখন হঠাৎ কাজীর দেউরির দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার দরজা খুলে ছিনতাইকারীরা বিদেশি ওই নারীর হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। এরপর ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশে খবর দেওয়া হয়।’

ছিনতাইয়ের শিকার নারীর নাম ক্রিস্টিনা জাম্মা। তিনি একজন আন্তর্জাতিক আলোকচিত্রী। তিনি দুই মাস ধরে চট্টগ্রামে অবস্থান করছেন। কয়েকদিন আগে চট্টগ্রামে অনুষ্ঠিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। বুধবার (৩ জানুয়ারি) ভারতে যাওয়ার জন্য টিকেট কাটার কথা ছিল তার। ২০ তারিখ পর্যন্ত তার ভিসার মেয়াদ আছে। তিনি জানান ছিনতাই হওয়া ব্যাগে ব্যাংক থেকে তোলা ৩০ হাজার টাকা, দুটি ক্রেডিট কার্ড ও মোবাইল ফোন ছিল।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বুধবার নিউজকে বলেন, আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত ফুটেজগুলো দুর্বল হওয়াতে ছিনতাইকারীদের ব্যবহৃত অটোরিকশার নম্বর চিহ্নিত করতে সময় লেগেছে। আজকের মধ্যেই ছিনতাইকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba