আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যে দেশের ও বাংলাদেশের অবস্থান

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৪ Jan ২০২৪
  • / পঠিত : ২১৪ বার

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যে দেশের ও বাংলাদেশের অবস্থান

: আরো একটি বছরে প্রবেশ করছে বিশ্ব। নতুন বছরে বিশ্বব্যাপী নাগরিকত্বের আর্থিক উপদেষ্টা সংস্থা আর্টন ক্যাপিটাল ২০২৪ সালের প্রথম তিন মাসের জন্য সর্বশেষ পাসপোর্ট সূচক জারি করেছে। তাদের হিসাবে নতুন সূচকে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট বহনকারী দেশ।

বুধবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট সূচকে ১৮০ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে শক্তিশালী ভ্রমণ নথির তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে।

সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারী নাগরিকরা পূর্বের ভিসার প্রয়োজন ছাড়াই ১৩০টি দেশে ভ্রমণ করতে পারে এবং আগমনের সময় প্রয়োজনীয় ভিসা সহ ৫০টি দেশে ভ্রমণ করতে পারে।

আর্টন ক্যাপিটাল এ বিষয়ে জানিয়েছে যে- সংযুক্ত আরব আমিরাতের ইতিবাচক কূটনীতি তার পাসপোর্টকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে অবদান রেখেছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসসহ একাধিক দেশ। যেসব দেশের গতিশীলতা স্কোর ১৭৮। অর্থাৎ ১৭৮টি দেশে প্রবেশের ক্ষমতা রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড। যাদের ১৭৭টি দেশে প্রবেশের সুযোগ রয়েছে।

অন্যদিকে, এই তালিকার নিচে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ তার স্থান নিশ্চিত করেছে। এই তালিকায় বাংলাদেশের স্থান ৯২তম। বাংলাদেশের আগে রয়েছে ফিলিস্তিন ও পরে ইয়েমেন।
পিএনএস/আনোয়ার

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba