আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মালদ্বীপ উপকূলে ইসরায়েলি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৮ Jan ২০২৪
  • / পঠিত : ২৩৩ বার

মালদ্বীপ উপকূলে ইসরায়েলি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

: এবার লোহিত সাগর থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরবর্তী মালদ্বীপের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

গত বুধবার ও বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে এ সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা চালানো হয়।

এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হলো।

ড্রোন হামলায় জাহাজ দুটির বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া আবারও হামলা চালানো হতে পারে বলে আশংকা থাকায় জাহাজ দুটি তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তবে ওই হামলার ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba