আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সাগরে মিলল ২০৫ কেজি ওজনের দৈত্যাকার ভোলমাছ

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১১ Jan ২০২৪
  • / পঠিত : ২০২ বার

সাগরে মিলল ২০৫ কেজি ওজনের দৈত্যাকার ভোলমাছ

: কক্সবাজারের টেকনাফের সাগর উপকূলে এক জেলের জালে দৈত্য আকারের একটি ভোলমাছ ধরা পড়েছে। যার ওজন প্রায় ২০৫ কেজি। মাছটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ২ লাখ ৬৫ হাজার টাকায়।

সোমবার (৮ জানুয়ারি) ভোরে সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর জেলে নুর মোহাম্মদের জালে ভোল মাছটি ধরা পড়ে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

স্থানীয়রা বলছেন, এত বড় ভোল মাছ তারা এর আগে কখনো দেখেনি। এই মাছ খেতে খুবই স্বাদের হয়ে থাকে। ভোল মাছ যত বেশি ওজন হয় তত বেশি সুস্বাদু হয়ে থাকে বলেও জানান তারা।

জানা গেছে, ২০৫ কেজি ওজনের এই বিশাল ভোল মাছটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী মো. ইউনুছ ২ লাখ ৬৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। পরে এলাকায় মাইকিং করে প্রতি কেজি দেড় হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর এক জেলের টানা জালে ভোলমাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ২০৫ কেজি।

তিনি বলেন, এটি গভীর সাগরের মাছ। হয়তো উপকূলের কাছাকাছি আসায় জেলের জালে ধরা পড়েছে। অত্যন্ত সুস্বাদু এ মাছের বৈজ্ঞানিক নাম ‘অরেঞ্জ স্পট গ্রুপার’। এ মাছ আকার এবং ওজনে আরও অনেক বড় হয়ে থাকে। তাছাড়া ভোল মাছ বিভিন্ন জাতের রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba