আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শীত থেকে বাঁচতে ঘরে কয়লা জ্বালিয়ে ৫ শিশুর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১১ Jan ২০২৪
  • / পঠিত : ১৭২ বার

শীত থেকে বাঁচতে ঘরে কয়লা জ্বালিয়ে ৫ শিশুর মৃত্যু

: শীত থেকে বাঁচতে ঘরে কয়লা পুড়িয়েছিল একটি পরিবার। কিন্তু শীত থেকে রক্ষা পেলেও, প্রাণরক্ষা হয়নি তাদের সবার। কয়লার ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ওই পরিবারের পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আর গুরুতর অসুস্থ অবস্থায় আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় সোমবার (৮ জানুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, শীত থেকে বাঁচতে জ্বলন্ত কাঠকয়লা রাখার ধাতুপাত্রে কয়লা পুড়িয়ে ঘুমাতে গিয়েছিলেন রাহিজুদ্দিন নামের এক ব্যক্তির পরিবারের সাত সদস্য। তবে মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা হযে গেলেও ওই বাড়ি থেকে কাউকে বের হতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারা দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখতে পান ওই বাড়িতে থাকা পাঁচ শিশু মারা গেছে। আর বকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়লার ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় রাহিজুদ্দিনের তিন শিশু এবং তার আত্মীয়ের দুই শিশুর মৃত্যু হয়েছে। আর তার স্ত্রী ও ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর সেখানে স্থানীয় পুলিশ কর্মকর্তা কুনওয়ার অনুপম সিং ও প্রশাসনিক কর্মকর্তারা পৌঁছান। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba