আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ইসরায়েলের হামলায় ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২১ Jan ২০২৪
  • / পঠিত : ১৬০ বার

ইসরায়েলের হামলায় ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের কূটনৈতিক এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ায় নিযুক্ত ইরানের ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের ইন্টেলিজেন্স প্রধান নিহত হয়েছেন। তাছাড়া হামলায় তার দুই সহকারী ও অন্য দুই গার্ডও নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

একটি সূত্রে বরাত দিয়ে বলা হয়, এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন।

সূত্রটি জানিয়েছে, ইরাকে মোসাদের কার্যালয়ের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল এই হামলা চালাতে পারে।

এর আগে ১৬ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করেছে আইআরজিসি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba