আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলি

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৩ Jan ২০২৪
  • / পঠিত : ১৭৫ বার

নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলি

: মুন্সিগঞ্জ সদরে নির্বাচনকেন্দ্রিক বিরোধের জেরে পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলির ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন (২৭) নামে এক নৌকার কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত স্কুল শিক্ষক ফরহাদ হোসেনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ-৩ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখের বিরুদ্ধে গুলি ও হামলার অভিযোগ করেছে আহতরা।

আহতরা ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ শোভন দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। এ নিয়ে একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ গ্রুপের সাথে বিরোধ চলছিল। নির্বাচনি বিরোধে সোমবার দুপুরে শোভনের ভাই স্কুল শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনকে সিপাহীপাড়া এলাকায় আটকে মারধর করতে থাকে প্রান্ত গ্রুপ। খবর পেয়ে শোভন ঘটনাস্থলে গেলে প্রকাশ্যে তার পায়ে গুলি চালায় প্রান্ত। এসময় উপস্থিত লোকজন এগিয়ে এলে দলবল নিয়ে পালিয়ে যায় প্রান্ত। পরে স্থানীয়রা আহত ফরহাদ ও গুলিবিদ্ধ শোভনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় রেফার্ড করে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম কালাম প্রধান জানান, দুপুরে দুজন আহত রোগী এসেছে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba