আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

পুলিশের এসআই পরিচয় দিয়ে একাধিক বিয়ে, অবশেষে আটক

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৪ Jan ২০২৪
  • / পঠিত : ১৯৭ বার

পুলিশের এসআই পরিচয় দিয়ে একাধিক বিয়ে, অবশেষে আটক

: বগুড়ার শিবগঞ্জে বাড়ি ভাড়া নিতে গিয়ে এক ভুয়া এসআই ধড়া পড়েছেন। তিনি এসআই পরিচয় দিয়ে একাধিক বিয়ে করেছেন। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

পুলিশের এসআই পরিচয় দেওয়া সেই প্রতারকের নাম নাজমুল হক (৩০)। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে নাজমুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে শিবগঞ্জের দেউলি ইউনিয়নের ভরিয়া গ্রামে ইউপি সদস্য মঞ্জু শেখের বাড়ি থেকে নাজমুলকে আটক করা হয়। পরে মঞ্জু শেখ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

পুলিশ জানায়, নাজমুল হক মানুষের বিশ্বাস অর্জনে আইডি কার্ড, পুলিশের পোশাক-জুতা ও ওয়াকিটকিও কিনেছেন। পুলিশের ভুয়া পরিচয়ে তিনি বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়েন। এরপর প্রলোভন দেখিয়ে বিয়ে করে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। চাহিদা মতো টাকা পাওয়ার পর পালিয়ে যান প্রতারক নাজমুল। এভাবে এসআই পরিচয়ে ৯টি বিয়ে করেছেন তিনি। এর মধ্যে নিজ জেলা পাবনায় পাঁচ ও শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নে চার বিয়ে করেছেন নাজমুল।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি আশিক ইকবাল জানান, গত সোমবার সকালে ইউপি সদস্য মঞ্জু শেখের বাড়িতে যান নাজমুল। নিজেকে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত এসআই পরিচয়ে দিয়ে বাসা ভাড়া চান। ঐদিন সন্ধ্যায় তিনি মঞ্জু শেখের কাছে ফোনে ১০ হাজার টাকা ধার চান। সন্দেহ হলে মঞ্জু মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে কৌশলে মঞ্জু শেখের বাড়িতে নাজমুলকে ডেকে এনে আটক করা হয়।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, নাজমুলের ব্যবহৃত ফোনে পুলিশের পোশাক পরা অসংখ্য ছবি পাওয়া গেছে। মূলত প্রতারণাই তার একমাত্র পেশা। এই ছবিগুলো দেখিয়ে তিনি প্রতারণা করতেন। প্রাথমিক অনুসন্ধানে তার ৯টি বিয়ের তথ্য পাওয়া গেছে। দুপুরে প্রতারণার মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba