আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৪ মে ২০২৩
  • / পঠিত : ২১৫ বার

যশোরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

যশোরের পুরাতন কসবা থেকে ইজিবাইক চালক শফিকুল ইসলামের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপশহর সি ব্লকের ৭৫-৭৬ নম্বর বাড়ির মৃত মোকশেদ আলীর ছেলে। চার-পাঁচ বছর আগে বাড়ি বিক্রি করে চলে যান। পরে পুরাতন কসবা এলাকায় ঘর ভাড়া করে থাকেন।

স্থানীয়রা জানায়, গত মার্চে পুরাতন কসবা পাওয়ার হাউজপাড়ায় একটি রুম ভাড়া নিয়ে সেখানেই থাকতেন শফিকুল। মাঝে মধ্যে এক নারী তার কাছে আসতেন। ওই নারীকে স্ত্রী পরিচয় দিতেন শফিকুল। সোমবার (২২ মে) সকাল ১০ টায় ওই নারী শফিকুলের কাছে আসে। বেলা ১২ টায় দরজায় সিটকিনি দিয়ে ওই নারী চলে যান। বিকেলে আশপাশের লোকজন ডাকাডাকি করলেও সাড়াশব্দ দেননি শফিকুল। পরে তাদের সন্দেহ হলে দরজা খুলে শফিকুলের মরদেহ দেখতে পান। খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মঙ্গলবার (২৩ মে) যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

কোতয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba