আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কক্সবাজার উখিয়া সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৯ Feb ২০২৪
  • / পঠিত : ১৭৭ বার

কক্সবাজার উখিয়া সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

: সীমান্তে অস্থিরতার মধ্যে কক্সবাজারের উখিয়ার থাইংখালীর রহমতেরবিল এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। 

তিনি বলেন, রাতেই সীমান্তে একটি মরদেহ পাওয়ার খবর দেয় বিজিবি। তবে তারা সকালে গিয়ে মরদেহ উদ্ধার করার পরামর্শ দেন। তারা এখন ঘটনাস্থলে যাচ্ছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। 

এর আগে মঙ্গলবার এই রহমতেরবিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে ২ নারী এবং ২ শিশুও ছিলো। গতকালও সেই সীমান্তে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয়রা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba