আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৯ Feb ২০২৪
  • / পঠিত : ১৮৩ বার

যশোরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেছেন, ‘যশোরে পুলিশের বিশেষ অভিযান চলছে। আমাদের এই অভিযান জনগণের জানমালের নিরাপত্তার জন্য।‘ আজ রোববার সকালে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসাইন ,যশোর ডিএসবি র ইনচার্জ ইন্সপেক্টর মামুন খান, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, ও যশোরে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার বলেন, ‘এই অভিযান কোন ব্যক্তি বা পেশার বিরুদ্ধে না। যশোরকে সন্ত্রাস,চাঁদাবাজ, মাদকমুক্ত রাখার লক্ষ্যে। চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে। এসব মুক্ত থাকলে যশোরের জনগণ ও পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকার পাশাপাশি এদের মদতদাতাদেরও আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba