আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মনিরামপুরে সড়ক দুর্ঘটনা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৯ Feb ২০২৪
  • / পঠিত : ১৬৭ বার

মনিরামপুরে সড়ক দুর্ঘটনা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

মণিরামপুরে পরিবহন ও মোটরসাইকেল সংর্ঘষে আব্দুল গফ্ফার (৫০) নামের সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ সকাল সাড়ে ৯টার দিকে মণিরামপুর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফফার মোহনপুর গ্রামের বাঁকা আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আব্দুল গফফার বাড়ি থেকে মোটরসাইকেলে মণিরামপুর বাজারে সুচি ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে মণিরামপুর সার্কেল অফিসের সামনে পৌছুলে পিছন দিক থেকে আসা নিউ হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-১২৬৯) একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান আব্দুল গফফার। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানে জরুরি বিভাবে কর্তব্যরত চিকিৎসক ফরিদুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কুয়াদা বাজার হতে ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়। এসময় বাস চালক আলমগীর হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, আব্দুল গফফার একজন সাবেক সেনা সদস্য। মরদেহ হাসপাতালে রয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বাসটি থানায় আনা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba