আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

লাইসেন্স ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে জরিমানা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৩ Mar ২০২৪
  • / পঠিত : ১১৫ বার

লাইসেন্স ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে জরিমানা

জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে লাইসেন্স ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বগুড়ায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

ইফতেখারুল আলম রিজভী জাগো নিউজকে জানান, বগুড়া শহরের তিনমাথা এলাকায় সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিষ্ফোরকসহ প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। এছাড়াও প্রতিষ্ঠানটি জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করায় এ জরিমানা করা হয়। সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের স্বত্তাধিকারী আব্দুর রফিক জরিমানার টাকা পরিশোধ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba