আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪
  • / পঠিত : ১০৫ বার

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত

ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া জেলার মিরপুরে বাসের সঙ্গে সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের এস আই এরশাদ জানান, নিহত বিপ্লব কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও বোর্ড অফিস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি বলেন, দুই মোটরসাইকেলে দুইজন ছিলেন। একজন মারা গেলেও অন্যজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্যদিকে, মিরপুরে বাসের সঙ্গে সংঘর্ষে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ভ্যানচালক মশানের দিকে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি ওই ভ্যানচালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba