আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৭ এপ্রিল ২০২৪
  • / পঠিত : ৯১ বার

তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫

: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩৬ জন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী মাজালিওয়া পার্লামেন্টে বলেন, ‘এল নিনোর কারণ সৃষ্ট প্রবল বৃষ্টি, বাতাস ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের কারণে দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’ এল নিনো হলো, প্রাকৃতিকভাবে সৃষ্ট জলবায়ু প্যাটার্ন যা সাধারণত বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতও ডেকে আনে।

প্রধানমন্ত্রী মাজালিওয়া নিম্নঅঞ্চলে বসবাসকারীদের উচ্চ ভূমিতে সরে যাওয়ার জন্য সতর্ক করেছিলেন এবং যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের অনুরোধ করেন। বৃষ্টিতে ৫১ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী।

এদিকে, পূর্ব আফ্রিকান অঞ্চলে ভারী বৃষ্টিপাতে প্রতিবেশী দেশ বুরুন্ডি এবং কেনিয়াতেও বন্যার খবর পাওয়া গেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba