আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঈদ উপহার ভিজিএফের চাল নিয়েও চেয়ারম্যানের চালবাজি

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৭ জুন ২০২৪
  • / পঠিত : ৫০ বার

ঈদ উপহার ভিজিএফের চাল নিয়েও চেয়ারম্যানের চালবাজি

: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে চাল বিতরণে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, চেয়ারম্যান সাইদুর রহমান নিজে উপস্থিত থেকে প্রতি কার্ডে ২ থেকে ৩ কেজি করে চাল কম দিচ্ছেন।

শনিবার (১৫ জুন) খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভ্যালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) বিনামূল্যে চাল বিতরণে পরিমাণে কম দেওয়াসহ নানাবিধ অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নবাসীর পক্ষে মির্জা জাহাঙ্গীর তালুকদার।

জানা গেছে, গোবিন্দপুর ইউনিয়নে ৪ হাজার ১৭৪ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ রয়েছে। ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান নিজে উপস্থিত থেকে প্রতি কার্ডে ২ থেকে ৩ কেজি করে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে রোববার ভিজিএফের চাল নিতে এসে না পেয়ে উপকারভোগীরা খালি হাতে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে। তবে ঈদের তিনদিন পর চেয়ারম্যান তাদের চাল দেওয়ার আশ্বাস দিয়ে ফেরত পাঠাচ্ছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে জানতে গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। 

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিব।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba