আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাবার সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে ছেলের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৯ জুন ২০২৪
  • / পঠিত : ৭১ বার

বাবার সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে ছেলের মৃত্যু

: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) নামের একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) আনুমানিক বেলা দেড়টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের ধনিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. খোকন মিয়ার একমাত্র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মিন্টু মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহ তার বাবার সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। বাবা খোকন মিয়া ছেলেকে গোসল করিয়ে পুকুরঘাটে বসিয়ে বলেন-বাবা তুমি এখানে বসো। পাশেই অপর একজনের সাথে বাবা খোকন মিয়া জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন। এইদিকে আব্দুল্লাহ পড়ে যায় পানিতে। আলাপ শেষে ফিরে এসে ছেলেকে না পেয়ে ভেবেছিলেন ছেলে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়েও খোঁজে পাননি ছেলেকে। দৌঁড়ে এসে পুকুরে নেমে আব্দুল্লাহকে খোঁজাখুঁজি শুরু করেন। তার সাথে প্রতিবেশীরাও পানিতে নেমে পড়েন। খোঁজাখুঁজি একপর্যায়ে আব্দুল্লাহকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম। 

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba