আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

গত চারদিন পরে কর্মস্থলে যশোরের পুলিশ সদস্যরা

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১০ Aug ২০২৪
  • / পঠিত : ৫৪ বার

গত চারদিন পরে কর্মস্থলে যশোরের পুলিশ সদস্যরা

সারা দেশেরমত টানা চারদিন পরে যশোরেও কর্মস্থলে যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ^স্ত করার পরই গত শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্স থেকে স্বস্ব ইউনিটে যোগদান করেছেন।

এই ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, মনোবল বাড়িয়ে তাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোনিবেশ করার নির্দেশনা দেন।

উল্লেখ্য গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরআগে ছাত্র-জনতার ক্ষোভের আগুন পুড়ে পুলিশসহ তাদের কর্মস্থল থানা-ফাঁড়িতেও। এরফলে এতে অন্তত কয়েক শত পুলিশ সদস্যরা হতাহত হন। যার প্রেক্ষিতে ১১ দফা দাবিতে নন ক্যাডার পুলিশ সদস্যরা কর্মবিরতিতে নামে। অরক্ষিত হয়ে পড়ে যশোরসহ সারা দেশ। দেশের সর্বত্রে পাড়া-মহল্লার বাসিন্দারা নিজেরাই রাত জেগে পাহারা দিতে শুরু করেন। এর মধ্যেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। কয়েকটি এলাকায় এলাকাবাসী ডাকাত ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এরকম অরাজক পরিস্থিতির মধ্যে পুলিশ বিভাগে আইজিপি থেকে শুরু করে বেশ কয়েকটি পদে বড় ধরণের রদবদল হয়। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ গত বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানান। কিন্তু তাদের ১১ দাবি আদায় না হওয়ায় কেউ যোগদান করেননি। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষ তাদের দাবির ব্যাপারে আশ^স্ত করায় শুক্রবার সকাল থেকে স্বস্ব কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। কিন্তু স্বাভাবিক ভাবে পুলিশিং কার্যক্রম করার ক্ষেত্রে সফলতা দেখাতে পারবেনা পুলিশ সদস্যরা। কারণ অধিকাংশ পুলিশ স্টেশনে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের চলাচলরত গাড়িগুলোও। উল্লেখ্য সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ওসিসহ ১৩ জন পুলিশ সদস্য দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার হয়েছেন। ফলে ওই থানাটি চালু করতে হলে নতুন করে ভবনের কার্যক্রম এবং নতুন পুলিশ সদস্যদের পদায়নও করতে হবে।

তাছাড়া যেসব থানা, ফাঁড়ি ও ক্যাম্পসহ বিভিন্ন পুলিশ স্টেশনে ভাংচুর ও আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই স্টেশনগুলো পরিষ্কার করে স্বল্প পরিসরে কাজ শুরু করা হবে।

তবে পুলিশ কাজ শুরু করতে পারলে মানুষের মধ্যে যে আতঙ্ক আছে, সেগুলো আর থাকবে না।

এব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোরে কোনো থানা-ফাঁড়ি আক্রান্ত হয়নি। পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিতে শুরু করেছে। দ্রুতই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba