আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে সড়কে চাঁদাবাজি, ৭ যুবক আটক

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১২ Aug ২০২৪
  • / পঠিত : ২৭ বার

শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে সড়কে চাঁদাবাজি, ৭ যুবক আটক

ডেইলি এসবি নিউজ ডেস্ক: ফেনীতে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে বিভিন্ন সড়কে চাঁদা আদায়ের সময় সাতজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন ছাত্ররা। রোববার (১১ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনীতে সড়ক-মহাসড়ক ও শহরের বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু তাদের নামে শহরের বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করে আসছিল একদল যুবক। এমন সংবাদের ভিত্তিতে ছাত্ররা শহরের মহিপালসহ বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করে সেনাবাহিনী সদস্যদের হাতে তুলে দেন।

এদিকে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহরের কোথাও চাঁদাবাজির সংবাদ পেলে সাথে সাথে তাদের আইনের আওতায় আনা হবে। এমন ঘটনায় চালকরাও সন্তোষ প্রকাশ করেছেন।

সিএনজিচালিত অটোরিকশার চালক ইকবাল পরান বলেন, আটক ব্যক্তিরা ছাত্র আন্দোলন পরবর্তী সুযোগ নিয়ে বিভিন্ন গাড়িচালক থেকে চাঁদা আদায় করে আসছিল। এ অভিযোগ ছাত্রদের কাছে পৌঁছলে ব্যবস্থা নেওয়া হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba