আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেনাপোল স্থলবন্দরের দুই উপ-পরিচালক বরখাস্ত

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৫ Sep ২০২৪
  • / পঠিত : ৯ বার

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেনাপোল স্থলবন্দরের দুই উপ-পরিচালক বরখাস্ত

দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারসহ বিভিন্ন অভিযোগে যশোর বেনাপোল স্থলবন্দরের দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ-সংক্রান্ত একটি পত্র মঙ্গলবার বিকেলে পেয়েছেন বলে জানান তিনি।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম এবং উপ-পরিচালক (প্ল্যানিং) কবির খান।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী সই করা এক পত্রে গত ২১ আগস্ট জানানো হয়, ওজন স্কেলে কারচুপির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন, দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গ্রুপিং, অফিসিয়াল গুরুত্বপূর্ণ তথ্য পাচার ইত্যাদি কারণে উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম এবং উপ-পরিচালক (প্ল্যানিং) কবির খানের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba