আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নেত্রকোণায় টিসিবি পণ্যসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৩ Oct ২০২৪
  • / পঠিত : ৩০ বার

নেত্রকোণায় টিসিবি পণ্যসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

: নেত্রকোণার কেন্দুয়ায় ইউনিয়ন পর্যায়ের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ওই নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনিভাবে রাখা টিসিবির পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্যের মধ্যে রয়েছে-১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামে অভিযান চালিয়ে টিসিবির এসব পণ্য জব্দসহ তাকে আটক করা হয়।

আটক আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি একই ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কার্ডের মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে চাল, ডাল-তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুত করে রেখেছিলেন আবুল হাসেম। গোপন সংবাদে সকালে বাল্লা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনা সদস্য ও পুলিশের যৌথবাহিনী। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনিভাবে মজুত করে রাখা টিসিবির চাল, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যায়। তখন তাকে আটক করা হয়।

ওসি আরও জানান, আবুল হাসেম ভূঁইয়া থানায় আটক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba