আজঃ শুক্রবার ১৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন্নবী (সা.) মাহফিল শনিবার

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৪ Oct ২০২৪
  • / পঠিত : ১৬ বার

সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন্নবী (সা.) মাহফিল শনিবার

ডেইলিএসবিনিউজ ডেস্ক:জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী (সা) মাহফিল আগামীকাল শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় সিরাত উদযাপন কমিটি প্রেস বিফ্রিংয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্নের ঘোষণা দেওয়া হয়।  

দেশের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমীর সভাপতিত্বে সাংবাদিকদের সামনে সিরাত মাহফিলের ব্রিফিং করেন জাতীয় সিরাত উদযাপন কমিটির মহাসচিব ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী।

 এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাওলানা রফিকুর রহমান মাদানী, অধ্যক্ষ মওলানা মোশারফ হোসাইন খান, অধ্যক্ষ মাওলানা ড. মহিউদ্দিন, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, মুহাদ্দিস মাহমুদুল হাসান, শায়খ খালেদ সাইফুল্লাহ বকশি, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু হানিফ নেসারী, মুফতি শফিক বিন বাহাউদ্দিন, অধ্যক্ষ ইসমাইল হোসাইন, হাফেজ নুরুল আমিন প্রমুখ।


প্রেস বিফ্রিংয়ে ড. খলিলুর রহমান মাদানী জানান, সিরাতুন্নবী (সা) মাহফিল অনিবার্য কারণে শুক্রবারে পরিবর্তে শনিবারে অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের মূল প্যান্ডেলে ৬০ হাজার মুসল্লি একত্রে বসতে পারবেন। এছাড়া পুরো মাহফিল মাঠে ২ লাখের অধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ সমবেত হতে পারবে। নারীদের জন্য যথাযথ পর্দা রক্ষার ব্যবস্থা সহ পৃথক প্যান্ডেল করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে, মুফতি ড. খলিলুর রহমান মাদানী জানান, শনিবার বৃষ্টি হলেও মাহফিল পরিচালনা করা যাবে। কারণ মাহফিলের প্যান্ডেলের উপরে ও নিচে ওয়াটারপ্রুফ ম্যাট দেওয়া হয়েছে। ফলে বৃষ্টিতে মুসল্লিদের কোনো সমস্যা হবে না। 

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওলাদে রসূল সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী।

এছাড়াও মুফতি আমির হামজাসহ দেশের শীর্ষ স্থানীয় ওলামা-মাশায়েখগণ তাফসির পেশ করবেন। অন্যদিকে মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে সাইমুম শিল্পীগোষ্ঠী, মহানগর, অনুপম, জাগরণ, সওগাত, নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠীসহ দেশের খ্যাতনামা শিল্পীগোষ্ঠী ও শিল্পীবৃন্দ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন।

জাতীয় সিরাত উদযাপন কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের সমন্বয়ক সাইফুল ইসলাম মিঠু জানান, প্রেস বিফ্রিং শেষে ওলামা-মাশায়েখগণ সোহরাওয়ার্দী উদ্যানের পাশের মন্দির পরিদর্শনে যান। সেখানে মন্দিরের সভাপতি অর্পণা রায়ের সঙ্গে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে ওলামা-মাশায়েখগণ অভয় দিয়ে বলেন, অতীতের চেয়ে বর্তমান বাংলাদেশে শান্তিতে ও নির্বিঘ্নে সারাদেশে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের অনুষ্ঠান উদযাপন করতে পারবে। 


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba