আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শেরপুর সীমান্তে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু, আটক ১

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০১ Nov ২০২৪
  • / পঠিত : ২০ বার

শেরপুর সীমান্তে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু, আটক ১

শেরপুরের গারো পাহাড়ে ফসলি জমিতে দেওয়া জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে বাতকুচি টিলাপাড়া এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই জমির মালিক শহিদুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি প্রতি রাতে খাবারের সন্ধানে লোকালয়ে আসে বন্যহাতির পাল। এতে স্থানীয়দের ফসলের জমি বাঁচাতে কৃষকরা বিভিন্নভাবে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। সরকারের নেওয়া সোলার ফেন্সিং প্রকল্প মুখ থুবড়ে পড়ায় নিজেদের জেনারেটরের মাধ্যমে ফসলি জমির চারপাশে বিদ্যুৎ ব্যবস্থা করে হাতি থেকে বাঁচার চেষ্টা করছেন তারা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে অর্ধশত বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায়।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। স্থানীয়দের দেওয়া জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় জমির মালিককে আটক করা হয়েছে।

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba