আজঃ বৃহস্পতিবার ০৫-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ কয়েকজন এমপির অপপ্রচারের প্রতিবাদ

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৪ Dec ২০২৪
  • / পঠিত : ৩ বার

সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ কয়েকজন এমপির অপপ্রচারের প্রতিবাদ

ডেইলিএসবিনিউজ ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ডেকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটিশ হাইকমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে। ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে। ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিরি নিয়ে। সেখানে কিছু ভুল তথ্য আছে, সেটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। বলেছি যে, চারদিকে যে তথ্যের একটা প্রবাহ চলছে, তারা সেটা থেকে মনে হয় যেন তথ্য নিয়েছেন।

তৌহিদ হোসেন বলেন, আর দু-একটা সংগঠন আছে। যারা কথা বলেছেন, সেগুলোও মোটামুটি ব্রিটেনকেন্দ্রিক। তারা যেটা বলেছেন, প্রকৃত পরিস্থিতি প্রতিফলিত হয়নি। পার্লামেন্টের সদস্যরা যা-ইচ্ছা তাই বলবে, এটা নিয়ে কারও কিছু করার নাই আমাদেরও কিছু করার নাই। আমি হাইকমিশনারকে অনুরোধ করেছি, আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। উনি পরামর্শ দিয়েছেন, আপনারা আপনাদের মিশনের মাধ্যমে জানান, আমরাও জানাবো।

ব্রিটেনভিত্তিক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বিবৃতির প্রসঙ্গেও ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেছেন উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি বিবৃতি এসেছে। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা আসছে, আমরা খুবই কষ্ট পেয়েছি। সেখানে দেখানো হয়েছে ৫ আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং ৫ আগস্টের আগের কথা বলা হয়েছে, মোট ২৮০ জন আর মোট সংখ্যা এক হাজারের বেশি। আমি বলেছি, বিষয়টা মোটেই তা না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে অন্তত দেড় হাজার ছেলেমেয়ে মারা গেছে। তারমধ্যে আমরা ৭৮০ জনের নাম-পরিচিতি নিশ্চিত করেছি। বিবৃতিতে যেভাবে উল্লেখ করা হয়েছে, এটা ঠিক নয়, একেবারে সঠিক নয়। বরং দুঃখজনক যে এখানে তো বড় একটা ঘটনা যে ঘটেছে তার কোনো উল্লেখ নেই প্রতিবেদনে।

তৌহিদ হোসেন বলেন, তারা (অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ) বলেছেন তাদের কথা। এখন আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আপনিও (হাইকমিশনারকে) একটু ব্যাখ্যা করুন আপনার সরকারের কাছে এবং আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba