আজঃ বৃহস্পতিবার ০৫-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৬৯ হাজার বাংলাদেশির পাসপোর্ট নবায়নের অনুরোধ সৌদি রাষ্ট্রদূতের

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৪ Dec ২০২৪
  • / পঠিত : ৩ বার

৬৯ হাজার বাংলাদেশির পাসপোর্ট নবায়নের অনুরোধ সৌদি রাষ্ট্রদূতের

ডেইলিএসবিনিউজ ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার অনিবন্ধিত বাংলাদেশির পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত এ অনুরোধ জানান।

রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকার সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে।

রাষ্ট্রদূত বলেন, বর্তমানে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কাজ করছেন। অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তারা বছরে পাঁচ বিলিয়ন ডলার এবং আন-অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আরও পাঁচ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান।

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার অনিবন্ধিত ব্যক্তির পাসপোর্ট নবায়নের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। জবাবে সৌদিপ্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নের কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন করার বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা পাওয়া গেলে সৌদি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চলমান সব প্রকল্প অব্যাহত থাকবে। সৌদি আরবকে তথ্যপ্রযুক্তি খাত; বিশেষ করে হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান উপদেষ্টা।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরব এবং রাজপরিবার সম্পর্কে বিভ্রান্তকর ও অসত্য তথ্য প্রচার করা হয়, যা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শুধু সৌদি আরব নয় পৃথিবীর কোনো দেশ সম্পর্কে যেন বাংলাদেশের গণমাধ্যমে অসত্য তথ্য প্রচার না করা হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba