আজঃ বৃহস্পতিবার ২৬-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে দুস্থদের কয়েকশ সেলাই মেশিন, রিকশা-সাইকেল লুট

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৮ Dec ২০২৪
  • / পঠিত : ১২ বার

যশোরে দুস্থদের কয়েকশ সেলাই মেশিন, রিকশা-সাইকেল লুট

যশোরে প্রতিবন্ধী, দুস্থ নারী এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের বিতরণের জন্য নিয়ে আসা ৩৬৭টি হুইল চেয়ার, অটোরিকশা, সেলাই মেশিন এবং বাইসাইকেল লুট হয়ে গেছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারের পাশে পপুলার রাইস মিলের একটি ঘর থেকে এসব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসনে ইন্টারন্যাশনালের’ উদ্যোগে অসহায়দের মাঝে বিতরণের জন্য এসব নিয়ে আসা হয়েছিল।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পপুলার রাইস মিল চত্বরে ওই হুইল চেয়ার, অটোরিকশা, সেলাই মেশিন এবং বাইসাইকেল প্রতিবন্ধী, দুস্থ নারী এবং গরিব ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগে ওইদিন সকালে বিএনপি ও কৃষকদলের নেতাদের বাধায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তার আগে শুক্রবার পুলিশ আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করতে বলেছিল।

আয়োজকরা জানান, হাসনে ইন্টারন্যাশনাল তুরস্কভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি বাঘারপাড়ায় অসহায় ও দুস্থদের মধ্যে কোরবানির গরুর মাংস, অটোরিকশা, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছে। এছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে আসছে। এ বছর বিতরণের জন্য কয়েক মাস আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজনদের কাছ থেকে সুবিধাভোগীদের নামের তালিকা নেওয়া হয়।

এরমধ্যে উপজেলায় ১৪০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ২০ জন পঙ্গু ব্যক্তিকে অটোরিকশা, ১০৭ নারীকে সেলাই মেশিন এবং ১০০ মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়ার জন্য তালিকা করা হয়। এজন্য শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর বাজারের পাশে পপুলার রাইস মিল চত্বরে টানানো হয় সামিয়ানা। কিন্তু ছাত্রদলের এক নেতা শুক্রবার রাতে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। তিনি ছামিয়ানা খুলে না নিলে আগুন ধরিয়ে দেবেন বলে হুমকি দেন। পুলিশও অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ অবস্থায় শুক্রবার রাতেই ছামিয়ানা খুলে নেওয়া হয়।

তারা জানান, আগে থেকে নির্ধারিত সময় শনিবার বেলা ১১টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধী, দুস্থ নারী এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানস্থলে পৌঁছে যান। হানসে ইন্টারন্যাশনালের চিফ অপারেশনস অফিসার কেমাল সারদিস এবং বাংলাদেশ প্রতিনিধি ইয়াপরাক মেলেক কবিরের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিমানের ফ্লাইট দেরি হওয়ায় তারা দুপুর ১২টার দিকে বাঘারপাড়ায় পৌঁছান। তার আগে বেলা ১১টার দিকে বাঘারপাড়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্যা, রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন এবং রায়পুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন সেখানে আসেন। তারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী, দুস্থ নারী এবং গরিব ছাত্রছাত্রীরা খালি হাতে ফিরে যান।

আয়োজকরা আরও জানান, পাঁচ-ছয়দিন আগে ওই হুইল চেয়ার, অটোরিকশা, সেলাই মেশিন এবং বাইসাইকেল আনা হয়। রাইস মিলের একটি বড় ঘরে সেগুলো রেখে তালা দেওয়া অবস্থায় ছিল। শনিবার রাত ১০টার দিকে দেড়শ থেকে দুইশ লোক ওই ঘরের তালা ভেঙ্গে সব হুইল চেয়ার, অটোরিকশা, সেলাই মেশিন এবং বাইসাইকেল লুট করে নিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত চলে এ লুটপাট। এক পর্যায়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করেন। এসময় তারা নয়টি অটোরিকশা এবং পাঁচটি বাইসাইকেল ফেলে যায়। গ্রামবাসীরা এসময় একজনকে আটক করেন। কিন্তু কিছুক্ষণ পর কিছু লোক এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

বাঘারপাড়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্যা সাংবাদিকদের বলেন, আমি দুদিন ধরে ঢাকায় আছি। ওই অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানি না। তারা মিথ্যা কথা বলছে। আমি ঘটনাস্থলে ছিলাম না। অথচ তারা বলছে, আমি ছিলাম।

রায়পুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বলেন, আমি বাইরে ছিলাম। সেখান থেকে ফিরে দেখি এক জায়গায় অনেক লোক। এত লোক কেন জানতে সেখানে যাই। যেয়ে শুনলাম হুইল চেয়ার, অটোরিকশা, সেলাই মেশিন ও বাইসাইকেল নিতে সেখানে লোকজন এসেছে। কোনো কিছু না বলে আমি ফিরে এসেছি।

রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বকুল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল ধরেননি।

যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু জানান, বিএনপি সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে এমন কোনো অভিযোগ তারা পাননি। তবে এমন ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, হুইল চেয়ার, অটোরিকশা, সেলাই মেশিন এবং বাইসাইকেল লুটের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে গোলাম রসুল নামে একজন থানায় অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba