আজঃ শুক্রবার ২৭-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

তুরস্কের গোলাবারুদ তৈরীর কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৪ Dec ২০২৪
  • / পঠিত : ৮ বার

তুরস্কের গোলাবারুদ তৈরীর কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

ডেইলিএসবিনিউজ ডেস্ক: তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চারজন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণটি ঘটে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষ হামলার বিষয়টি অস্বীকার করেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কারখানায় বিস্ফোরণের পর আকাশে আগুনের গোলা উড়ে যাচ্ছে। ভবনের একটি অংশ ধসে পড়েছে। আরও একাধিক ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে স্টিলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা সিএনএন তুর্ককে জানিয়েছে, বিস্ফোরণের ফলে কোতেলি শহরজুড়ে কম্পনের সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য এবং নিরাপত্তা ইউনিট পাঠানো হয়েছে।

দেশটির বিচারমন্ত্রী ইলমাজ টাঙ্ক বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba