আজঃ শুক্রবার ২৭-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কাজাখস্তানে বিধ্বস্ত বিমান থেকে শিশুসহ ৩২ জনকে জীবিত উদ্ধার!

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৬ Dec ২০২৪
  • / পঠিত : ৪ বার

কাজাখস্তানে বিধ্বস্ত বিমান থেকে শিশুসহ ৩২ জনকে জীবিত উদ্ধার!

ডেইলিএসবিনিউজ ডেস্ক: কাজাখস্তানে ভেঙে পড়া বিমান থেকে ৩ শিশুসহ ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে বিমানবন্দরের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

কাজাখস্তানের আকতু শহর থেকে তিন কিলোমিটার দূরে আছড়ে পড়েছে আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমান। খবর দ্যা গার্ডিয়ানের।

ওই বিমানে মোট ৬৭ জন ছিলেন। তাদের মধ্যে ৬২ জন যাত্রী এবং পাঁচ জন বিমানকর্মী। অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাজাখস্তান প্রশাসন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানটির গন্তব্য ছিল রাশিয়া। স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনির উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমান। কিন্তু মাঝ আকাশে পাইলট খবর পান, গ্রজনিতে ঘন কুয়াশা রয়েছে। তাই সেখানে বিমান অবতরণে সমস্যা হতে পারে। 

এর পর কাজাখস্তানের আকতুতে ওই বিমানের জরুরি অবতরণ করানোর চেষ্টা করা হয়। সংশ্লিষ্ট বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতিও চাওয়া হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান। 

কাজাখস্তান সরকার জানিয়েছে, কাসপিয়ান সাগরের পূর্ব উপকূলে বিমান ভেঙে পড়ার পর যে আগুন লেগেছিল, দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। তার পর বিমানের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। তিনটি শিশুও উদ্ধারের তালিকায় রয়েছে। তবে যে ৩২ জনকে বিমান দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের সবার অবস্থাই ‘অত্যন্ত সঙ্কটজনক’। 

দুর্ঘটনার খবর পেয়ে রাশিয়ায় নিজের কর্মসূচি বাতিল করে দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবারই রাশিয়া থেকে দেশে ফিরছেন তিনি। দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন প্রেসিডেন্ট।পরিবারের প্রতিও জানিয়েছেন সমবেদনা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba