আজঃ বুধবার ১৮-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

প্রত্যেক ইসরাইলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান’

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৪ Dec ২০২৪
  • / পঠিত : ১২ বার

প্রত্যেক ইসরাইলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান’

ডেইলিএসবিনিউজ ডেস্ক: ইসরাইলিদের খুব একটা ভালো চোখে দেখতেন না যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ‘প্রত্যেক ইসরাইলিকে তিনি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান’ মনে করতেন বলে দাবি করেছেন ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।

সম্প্রতি লন্ডনে হাইফা’র টেকনিয়ন ইন্সটিটিউট অব টেকনোলজির শতবর্ষপূর্তিঅনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। ইসরাইল ইস্যুতে প্রয়াত রানির অবস্থান নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রিভলিন, ‘আমাদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিল। কারণ তিনি মনে করতেন প্রত্যেক ইসরাইলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান।’

রানি দ্বিতীয় এলিজাবেথের আমলে বাকিংহ্যাম প্রাসাদে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল উল্লেখ করে রিভেলিন যোগ করেন, ‘তিনি (দ্বিতীয় এলিজাবেথ) কোন ইসরাইলি কর্মকর্তাকে বাকিংহ্যাম প্রাসাদে প্রবেশ করতে দিতেন না। শুধু আন্তর্জাতিক কোন উপলক্ষ হলে এর ব্যত্যয় ঘটত।’

দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফর করেছেন। তবে কখনোই ইসরাইল সফরে যাননি তিনি। তবে বর্তমান রাজা তৃতীয় চার্লস তিনবার ইসরাইল সফর করেছেন। এর মধ্যে ১৯৯৫ ও ২০১৬ সালে যথাক্রমে ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী ইটঝাক রাবিন ও শিমন পেরেসের শেষকৃত্যে যোগ দিতে ইসরাইল সফর করেন তিনি। আর ২০২০ সালে প্রথমবার আনুষ্ঠানিক সফরে দেশটিতে যান তৃতীয় চার্লস। রিভেলিনের মতে, রানি দ্বিতীয় এলিজাবেথের তুলনায় রাজা তৃতীয় চার্লস বরাবরই ইসরাইলিদের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আচরণ করেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba