আজঃ বুধবার ১৮-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিজয় দিবসের অনুষ্ঠানে অব্যবস্থাপনার অভিযোগ , ইউএনওর গাড়ি ভাঙচুর

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৬ Dec ২০২৪
  • / পঠিত : ৬ বার

বিজয় দিবসের অনুষ্ঠানে অব্যবস্থাপনার অভিযোগ , ইউএনওর গাড়ি ভাঙচুর

: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিজয় দিবস অনুষ্ঠানে অব্যবস্থাপনার অভিযোগ এনে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মের গাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এ সময় তিনিও হেনস্তার শিকার হন বলে জানা গেছে।

সোমবার সকালে সোয়া আটটার দিকে কোটচাঁদপুর শহরের বালক বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন, কোটচাঁদপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতি বছর বিজয় দিবসের অনুষ্ঠান হয়। প্রতিবছর বিশেষ দিনগুলোতে উপজেলা এবং পৌরসভা শহীদ মিনার ধোয়ামোছা ও পরিষ্কার করা হলেও এবার তা করা হয়নি। অনুষ্ঠানে মাইকের কোনো ব্যবস্থা ছিল না। বিশৃঙ্খলারোধে নিরাপত্তাবেষ্টনীও তৈরি করা হয়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সকাল আটটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা জানানো হয়। এরপর রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু ইউএনও উছেন মে আসেন নির্ধারিত সময়ের কিছুটা পর। এতে উপস্থিত জনতা ক্ষুব্ধ হন। ইউএনওর দেরিতে আসার সঙ্গে যোগ হয় অব্যবস্থাপনার বিষয়গুলো।

ইউএনও গাড়ি থেকে নামার পর বিক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় ইউএনও উছেন মে উত্তরে দিতে গেলে বিক্ষুব্ধ জনতা তাঁকে হেনস্তা করে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিএনপি নেতাদের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এগিয়ে আসেন। একপর্যায়ে লোকজন ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়ির কাচ ভেঙে যায়। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতা এবং পুলিশের সহযোগিতা নিয়ে ইউএনও উছেন মে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ উপজেলা প্রশাসনের অন্য কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ নাখোশ ছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। এ সময় কিছু মানুষ ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তা ভাঙচুর করে।

এ বিষয়ে জানার জন্য ইউএনও উছেন মের মুঠোফোনে কল দিলে তিনি ধরেননি। জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল জানান, ঘটনাটি শুনেছেন। কেন কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনই বোঝা যাচ্ছে না। এ ধরনের জাতীয় দিবসে অনেকে দায়িত্ব পালন করেন। এখানে কেন ত্রুটি হলো, সেটা বুঝতে পারছেন না। তবে পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সরকারি সব অনুষ্ঠান সঠিক ও সুচারুভাবে করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba