আজঃ বুধবার ১৮-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৬ Dec ২০২৪
  • / পঠিত : ৬ বার

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

: মীরসরাইয়ে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মো. আলী হোসেন (৩৭) নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের মো. আখেরুজ্জামানের ছেলে। তিনি দুই কন্যার জনক। আলী হোসেন কৃষিকাজ করতেন। পাশাপাশি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে নিজামপুর পুলিশি তদন্তকেন্দ্র এলাকায় ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস আলী হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিজামপুর পুলিশি তদন্ত কেন্দ্রের সহকারী উপপুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকামুখি যাত্রীবাহী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ওইসময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন পথচারী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba