আজঃ বুধবার ১৮-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর সমাধিতে বিজিবির গার্ডঅব অনার প্রদান

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৬ Dec ২০২৪
  • / পঠিত : ১০ বার

যশোরে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর সমাধিতে বিজিবির গার্ডঅব অনার প্রদান

ডেইলিএসবিনিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এসময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্য পুতাছেলে মিরাজুল ইসলাম সায়মন সাথে ছিলেন।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।

১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার ও সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। পরে তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। প্রতিবছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ দুই দিবসে সমাধিতে বিজিবি ও সামাজিক,রাজনৈতিক সংগঠনগুলো শ্রদ্ধা জানিয়ে থাকে।।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba