আজঃ শনিবার ২৮-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নজরুল ইসলামকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্সে পদায়ন

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৭ Dec ২০২৪
  • / পঠিত : ৫ বার

নজরুল ইসলামকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্সে পদায়ন

ডেইলিএসবিনিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

ডিএমপি থেকে সদ্য বদলি হওয়া মো. ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হবেন এস এন মো. নজরুল ইসলাম।

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এই বিভাগের অধীনে ঢাকার ৫০টি থানার সামগ্রিক অপরাধের চিত্রসহ জিডি ও মামলা নজরদারি করা হয়। এস এন মো. নজরুল ইসলাম ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি গত ২৪ সেপ্টেম্বর ডিআইজি পদে সিআইডিতে যোগদান করেন।

তিনি সিআইডি, এসবি ও জেলা পুলিশসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর আগে ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্সের দায়িত্বে থাকা মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba