আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সুইজারল্যান্ডে তৃতীয় বাংলাদেশের দ্রুততম মানব

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১১ জুন ২০২৩
  • / পঠিত : ১৪২ বার

সুইজারল্যান্ডে তৃতীয় বাংলাদেশের দ্রুততম মানব

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সুইজারল্যান্ডের এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন। বিভিন্ন দেশের হয়ে অংশ নেওয়া ৪০ প্রতিযোগীর মধ্যে তিনি এই অবস্থান অর্জন করেন।

১০০ মিটার ইভেন্টে ইমরান ১০.৩৮ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়েছেন। অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের অ্যাথলেট ১০.৩৭ সেকেন্ড টাইমিং করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। ইমরান ০.০১ সেকেন্ড পেছনে থেকে তৃতীয় হয়েছেন।

সুইজারল্যান্ডে এই ইভেন্টে অংশ নিয়েই ইংল্যান্ডের ফ্লাইট ধরেছেন ইমরান। সুইজারল্যান্ডের বিমানবন্দর থেকে ইমরান বলেন, ‘আমার ফ্লাইট থাকায় দ্রুত বিমানবন্দরে এসেছি। তৃতীয় হওয়ায় হয়তো কিছু আর্থিক পুরস্কার তারা আমাকে পাঠাবে। তবে সেই অঙ্কটা জানি না।'

বাংলাদেশের এই দ্রুততম মানব পরিবার নিয়ে ইংল্যান্ডে বসবাস করেন।

উল্লেখ্য, এই বছর ফেব্রুয়ারিতে কাজাখস্তানের আস্তানায় ৬০ মিটার ইনডোরে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরান। ইমরানকে নিয়ে আসন্ন এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ইমরানকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আর্থিকভাবে সহায়তা করছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba