আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট দেখা যাবে ১০০ টাকায়, টিকিট বিক্রি শুরু

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৩ এপ্রিল ২০২৩
  • / পঠিত : ২৩৮ বার

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট দেখা যাবে ১০০ টাকায়, টিকিট বিক্রি শুরু

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এবার লড়াই টেস্টে।
৪ এপ্রিল থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সাদা পোশাকের লড়াই। এ ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইনেও।  
আজ রোববার দুপুর দুইটার পর থেকে বিসিবির ওয়েবসাইটে ( https://www.tigercricket.com.bd/) অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
এছাড়া শারীরিকভাবেও টিকিট কেনা যাবে। সোমবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে বিক্রি শুরু হবে। সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ণ স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।  
এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের ২০০, ক্লাব হাউজ ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba