আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ইনজুরিতে আয়ারল্যান্ড সিরিজ শেষ সাকিবের

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৪ মে ২০২৩
  • / পঠিত : ১৮৭ বার

ইনজুরিতে আয়ারল্যান্ড সিরিজ শেষ সাকিবের

ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে ওই আঙুল নিয়েও ফিল্ডিং করেছিলেন তিনি। এমনকি ব্যাট হাতেও বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাকে।

তবে একদিন না যেতেই শনিবার (১৩ মে) বাংলাদেশ শিবিরে এলো বড় দুঃসংবাদ। কেননা আঙুলের সেই ইনজুরির জন্য চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাকিব। যে কারণে রোববার (১৪ মে) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দেখা যাবে না এই তারকা অলরাউন্ডারকে। 

শুক্রবার (১২ মে) আঙুলে ব্যথা নিয়ে কোনো কিছু আন্দাজ করা যায়নি। তবে শনিবার জানা গেছে, আঙুলের সেই স্থানে ব্যথার পরিমাণ বেশি। আর এই ব্যথা না কমায় শেষ ম্যাচে দেখা যাবে না সাকিবকে।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। মূলত নাজমুল হোসেন শান্তর ১১৭ রানের পর, শেষ দিকে মুশফিকুর রহিমের অপরাজিত ৩৬ রানে ভর করে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। রোববার সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি মাঠে গড়াবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba